সারিয়াকান্দিতে আশা’র শিক্ষা সেবীকাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সারিয়াকান্দি প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে আশা’র শিক্ষা সেবীকাদের ১৯-২০ অক্টোবর পর্যন্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আশা’ নিজবলাইল ব্রাঞ্চ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন আশার সারিয়াকান্দি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে সারিয়াকান্দিতে আশা পরিচালিত ৫০টি শিক্ষা কেন্দ্রে প্রায় ১হাজার ৫শ শিক্ষার্থীকে পাঠ দান করানো হচ্ছে। এতে ভাল ফলাফল পাওয়া যাচ্ছে। বর্তমানে সারাদেশে আশার ১ হাজারটি ব্রাঞ্চে প্রায় ৪লাখ ৮০ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামী জানুয়ারী মাসে নতুন করে আরো ২শ’ ৫০টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম চালু হলে এ এলাকায় আরো নতুন কেন্দ্র চালু করা হবে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিজবলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আশার নিজবলাইল ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শাহাদৎ হোসেন ও শিক্ষা সুপারভাইজার শামীম হোসেন প্রমুখ।

error

Share this news to your community