মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেনী পেশার মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে-ডা: মোস্তফা আলম নান্নু

বগুড়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। তিনি সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো আর শূন্য ভাণ্ডার নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ ‘বিজয় যাত্রা’য় এগিয়েছে অনেক দূর। বাংলাদেশের ধারে কাছে নেই এখন পাকিস্তান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম এখন অনেক ওপরে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বাংলাদেশের বিজয়ের চিহ্ন। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যহত রাখতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেনী পেশার মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি শনিবার বিকেলে শহরের কানুছগাড়ী বিএমএ ভবনে বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহি কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এ্যাড.আব্দুল মতিন, অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েল , এ্যাড.নরেশ মুখার্জি, এবিএম জিয়াউল হক বাবলা, আমজাদ হোসেন মিন্টু, সাদেকুর রহমান সুজন, আবু সাঈদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছামছুল আলম, মির্জা আহসানুল হক দুলাল, ডাঃ আরশাদ সাইয়ীদ, ডাঃ শফিক আমিন কাজল, দৌলতুজ্জামান দৌলত, এ্যাড.আনোয়ার হোসেন পায়েল, আলহাজ্ব এনামুল হক, আমিনুল ইসলাম মানিক, আজিজার রহমান তাজ , নিভা সরকার পুর্ণিমা, আব্দুস সালাম বাবু, মিজানুর রহমান, শামসুল আলম, খলিলুর রহমান চৌধুরী, কাজী মিজানুর রহমান, আতাউল ওসমান গণি , রেজাউল করিম, গোলামমাহমুদুল বারী মান্নান, রশিদা বেগম আলো, নাজিয়া খাতুন, জহুরা খাতুন, লায়লা আক্তার, ডি.ইঞ্জি. রাশেদুল হাসান শাহীন, ডি.কৃষিবিদ সিনহা আজাদ, সাইফুল ইসলাম,আব্দুল মালেক ,শহিদুল ইসলাম সুইট, সজল শেখ, মোজাফফর রহমান, মাহবুবর রহমান পয়েট, আনোয়ার হোসেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টর সকল শহীদ, ৩রা নভেম্বর শহীদ জাতীয় চার নেতা, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা মমতাজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ভাষা সৈনিক এ্যাড.গাজিউল হক, বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সাবেক সভাপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য এ্যাড. মীর ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি প্রয়াত ডাঃ হেদায়েতুল ইসলাম, সদ্য প্রয়াত কমরেড আব্দুর রাজ্জাক সহ মহান ভাষা আন্দোলনের শহীগণ, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আগামী ৩রা নভেম্বর জেল হত্যা দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বিশদ কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া শহীদ শেখ রাসেলের জন্মদিবসে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

error

Share this news to your community