সারিয়াকান্দিতে পৃথক পৃথক ভাবে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ মঙ্গলবার সারিয়াকান্দিতে পৃথক পৃখক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, এমপি পুত্র ও আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর লেকচারার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল। বিশেষ অতিথির বক্তব রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ূব আলী তরফদার,সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ।

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শ্রী পার্থ শীল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাত চন্দ্র রায়,সাবেক সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন,সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, মিজানুর রহমান মিজান,সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন মায়া, ছাত্রলীগ নেতা গোলাম রববানি, ওমর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কর্তন এবং মরহুম কৃষিবিদ আব্দুল মান্নান এমপির ১৯ ডিসেম্বর ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ করেন প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি। এরপর এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপর দিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরের সভাপতিত্বে কালিতলা গ্রোয়েন বাঁধে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক পলাশ আহম্মেদ,ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াত মাহমুদ প্রমুখ। এর আগে এক র‌্যালি বের করা হয়।

error

Share this news to your community