শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে- এমপি সাহাদারা মান্নান

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আজকের তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত করার মধ্যে দিয়েই প্রকৃত দেশাত্মবোধ জাগ্রত হবে। শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক জেএম রউফ, বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুজ্জামান আরিফ। প্রেসক্লাবের নির্বাহি সদস্য ফরহাদুজ্জামান শাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বেলাল আহম্মেদ, সেলিনা খানম। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

error

Share this news to your community