বাংলাদেশ এখন বিশ্ব রোল মডেল- শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই ও উপবৃত্তি প্রদান করছে। কোটি কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্কুল-কলেজে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী নদীর নিচে ট্রানেল ও দেশে ব্যাপকভাবে ফ্লাইওভার নির্মিত হচ্ছে। দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দূর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছে এ সরকার। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বে বাংলাদেশ এখন একটি বিষ্ময়কর নাম।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে নৌকার পতাকাতলে আসার আহবান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই বগুড়া একদিন আওয়ামী লীগের দূর্গে পরিনত হবে। বগুড়া গাবতলীর সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার কলেজ প্রাঙ্গনে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর আহবায়ক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ নজবুল হক, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু প্রমুখ।
শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনি আরো বলেন ২০২১ সাল মধ্যম আয়ের দেশ, ডিজিটাল বাংলাদেশ। ২০৩০ টেকশই উন্নয়নের লক্ষ্য অর্জনের বাংলাদেশ, ২০৪১ উন্নত সুখি শান্তিময় বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। ২০৭১ এ আমাদের শত বর্ষপূর্তী। স্বাধীনতার শত বর্ষপূর্তীর বাংলাদেশ এবং ২১০০ সাল আমাদের ব দীপ পরিকল্পনার বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেই আমাদের এই দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্য বন্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই কোনআন তেলোয়াত করেন আব্দুর রহিম, গীতা পাঠ করেন সঞ্জিত কুমার দাস এবং মানপত্র পাঠ করেন কলেজের অধ্যাপক মুনজুরে আলম। অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বক্তাদের জোরালো দাবীর প্রেক্ষিতে সৈয়দ আহম্মদ কলেজকে জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই কলেজকে জাতীয়করণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন।

error

Share this news to your community