মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় কারা বন্দীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ

নওগাঁ প্রতিনিধিঃ মুজিব শত বর্ষ উপলক্ষে নওগাঁয় কারা বন্দীদের নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওগাঁ জেলা কারাগারে জেল সুপার মো: শাহ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলার সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম, সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান, নওগাঁ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খানসহ সিভিল সার্জনের প্রতিনিধি ডা: আশিষ কুমার প্রমূখ। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রায় ১হাজার ৪শ জন কারা বন্দীদের মাঝে মাদকের কুফল নিয়ে সচেতনা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন বক্তারা। এসময় কারা বন্দীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বিজ্ঞ জেলা ও দায়রা জজ। অলোচনা সভা ও শপথ বাক্য পাঠ শেষে এক মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

error

Share this news to your community