বগুড়া জিলা স্কুলের আজন্ম ৮৮ ব্যাচের পুর্নমিলনী

স্টাফ রিােপর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বিজয়ের রজতজয়ন্তীতে মাতৃভূমি ও আমাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বগুড়া জিলা স্কুল মাঠে দিন ব্যাপী পূনমিলনী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ স্কুলের আজন্ম ১৯৮৮ ব্যাচের আহবায়ক মো: শাহনেওয়াজ কবির ইমন। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জিলা স্কুলে অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম,মো: মোখলেছুর রহমান ,গোবিন্দ চন্দ্র দাস, স্কুলের আজন্ম ১৯৮৮ ব্যাচের ছাত্র সরকার মো: আলী রেজা রিমেল, কামরুল হাসান সোহেল, সুপান্থ মল্লিক, শেখ তারিক বিন জলিল, অজয় কুমার সাহা,আবু নাছের মো: কামাল বাবু, মাহফুজুর রহমান রাজু প্রমূখ।দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে ছিল র‌্যালী,সাবেক শিক্ষকদের পরিচালনায় প্রতিকী ক্লাস,শপথ বাক্যপাঠ,মধ্যান্যভোজ,দুস্থদের মাঝে ২০০ শত কম্বল বিতরণ ও ভোজে অংশ গ্রহন,শিশুদের আয়োজেনে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও বিজয়ের রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কেককাটা আতসবাজী এবং আলোকস্জ্জা করা হয়।স্মতি চারণ মুলক মুক্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং অএ ব্যাচের সকলের পরিবার নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম রেজা সেন্টু।

error

Share this news to your community