বগুড়ায় ২য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ রিােপর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মহান বিজয়ের মাসে বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘ পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়া’র আয়োজনে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে শুরু হয়েছে ২য় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তিন দিনব্যাপি এ উৎসবটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বিকেল সাড়ে ৪টায় উৎসবের উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ।বিশ্বের ১৫টি দেশের ১৮০টি চলচ্চিত্র থেকে ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র নিয়ে ৩ দিনব্যাপি এই বর্ণাঢ্য আয়োজনে থাকছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা,চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী ।উৎসব পরিচালক সুপিন বর্মন জানান যে, এইবারের উৎসবে ৫ ক্যাটাগরিতে ৫টি চলচ্চিত্রকে শ্রেষ্ঠত্বের বিচারে ৫টি এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ্যাওয়ার্ডের বিচার কার্য পরিচালনা করছেন ৪ দেশের ৫ জন খ্যাতনামা নির্মাতা। বিচারকার্য পরিচালনার জন্য উৎসবে জুরি মেম্বার হিসেবে রয়েছেন বাংলাদেশ থেকে নির্মাতা প্রসূন রহমান, মেহেদী হাসান, নেপাল থেকে সাবনাম মুখিয়া, ভারত থেকে সোম চক্রবর্তী এবং ইরান থেকে মাহাদী গাদারি। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও চলচ্চিত্রে সমকালীন দর্শক তৈরির লক্ষ্যে আমাদের এই স্বল্প আয়োজন বলে জানান তিনি।ওমিক্রনের প্রভাব থাকায় এইবারের উৎসবে বাহিরের দেশের কোন নির্মাতা উপস্থিত না থাকলেও ইতোমধ্যে ২৫জন দেশীয় নির্মাতা ও কলাকুশলী উৎসবে উপস্থিত হয়েছেন। তরুণ নির্মাতাদের কলরবে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে জমে উঠছে দারণ আড্ডা। উদ্ধোধনী দিনে প্রদর্শিত হবে ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

error

Share this news to your community