গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগ সাড়ে ৫ লাখ টাকার মাছ নিধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার গাবতলীতে রাতের আধাঁরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় ৩ জনের নামে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর দিবাগত গভীর রাতে গাবতলী পৌরসভাধীন চাকলা দক্ষিনপাড়া গ্রামে। থানার অভিযোগসুত্রে জানাযায়, চাকলা দক্ষিনপাড়া গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি বেগম বাদী হয়ে অভিযোগে বলেছেন, দেড় বিঘা পুকুর ইজারা নিয়ে তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। ২৪ ডিসেম্বর শুক্রবার সকালবেলা পুকুরে গিয়ে দেখতে পান, তার পুকুরের মাছগুলো ছটফট করছে আর মৃত মাছ গুলো পানিতে ভেসে উঠছে। বিষ প্রয়োগের ফলে মুক্তি বেগমের বিভিন্ন প্রজাতির সাড়ে ৫ লাখ টাকার মাছ নিধন করে প্রতিপক্ষরা ক্ষতি সাধন করে। এঘটনায় থানায় ৩ জনের নামে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে।

error

Share this news to your community