বগুড়ায় সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ প্রতারক গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ
ভূয়া নিয়োগপত্র তৈরী করে সেনাবাহিনীতে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা
হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার গোয়েন্দা পুলিশ ২ প্রতারককে
গ্রেফতার করেছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে আভিযান
চালিয়ে মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার গাবতলী উপজেলার নাংলু শিমুল ট্যাংক
গ্রামের মৃত রইচ উদ্দিন মোল্লার ছেলে আবু সুছা (৩৮) ও নওগাঁ জেলার
ধামুরহাট উপজেলার বাদাল চান্দুপুর গ্রামের মৃত ইসাহাক সরকারের
ছেলে আজিজুল ইসলাম (৩৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে
সেনাবাহিনীতে চাকুরীর ভুয়া নিয়োগপত্র ছাড়াও বিপুল পরিমান চেক ও
স্ট্যাম্প উদ্ধার করে করেছে।
জানা গেছে, গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের রাসেল নামের এক
যুবককে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারকরা ৮ লাখ
টাকা চুক্তি করে। এরপর কয়েক দফায় ৭ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়
তারা। গত মাসে প্রতারকরা রাসেলকে সেনাবাহিনীর সৈনিক পদে
নিয়োগের ভুয়া কাগজ দেয়। পরে নিয়োগ পত্র যাচাই করে তা ভুয়া
প্রমাণিত হয়। এরপর প্রতারক চক্রের সদস্যরা যোগাযোগ বন্ধ করে দেয়।
পরে পুলিশের কাছে অভিযোগ করা হলে তথ্য প্রযুক্তির সাহায্যে ডিবি
পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
এব্যাপারে ডিবির ওসি আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

error

Share this news to your community