বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলেমদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি ভোলায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে বগুড়ায় যাতে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন।
বগুড়া পুলিশ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক হক্কানী, ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি আব্দুল কাদের, কারবালা মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি কাজী ফজলুল করিম রাজু, দক্ষিণ ভাই পাগলা মাজার মসজিদের খতিব মাওনালা আব্দুস সালাম প্রমুখ।
মতবিনিময় সভায় এসপি আলী আশরাফ ভুঞা ধর্মীয় উপাসনালয়ে হামলা না করতে সবাইকে অনুরোধ জানান। একই সাথে গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।
মতবিনিময় সভায় জেলার ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দ, তাবলীগের মুরুব্বীগণ, বিভিন্ন মাদ্রাসার প্রধান, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ্খতিব ও ইমামগণ সহ বিভিন্ন ওলামাগণ অংশ গ্রহন করেন।

error

Share this news to your community