বগুড়ায় নতুন করে আরো ৩৫জন করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় নতুন করে ৩৫জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ-২৫জন, মহিলা-৯জন এবং শিশু একজন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ১২জন, শেপুরের ৭জন, গাবতলীর ৪জন,ধুনটের ৩জন, সারিয়াকান্দির ৩জন, নন্দীগ্রামের ৩জন ও দুপচাঁচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জে ১জন করে। সদরের মধ্যে চেলোপাড়ার ৫জন, মাটিডালী ২জন, সেউজগাড়ী, জলেশ্বরীতলা ও রাজাবাজারে একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।
বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫ জন পজিটিভ, জয়পুরহাটের ৪টি নমুনার পরীক্ষায় ২জন পজিটিভ ও সিরাজগঞ্জের ৭টি নমুনা পরীক্ষা করা হয়। ৭টি নেগেটিভ।
ডাঃ মোস্তাফিজুর রহমান আরো জানান, এনিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৫৭ জনে। এরমধ্যে ১জনের মৃত্যু ও ২০ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৩৩৬জন চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে টিএমএসএস হাসপাতাল পিসিআর ল্যাবে প্রথম দিন ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫টির ফলাফল নেগেটিভ এসেছে।

error

Share this news to your community