রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বগুড়া

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিবারের মত এবারও বগুড়ার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভাল ফলাফল করেছে। শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সব ক’টাই শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এই প্রতিষ্ঠান গুলো বিভাগের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনায় এগিয়ে রয়েছে। বগুড়ার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাপল তুলে ধরা হল।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ৩১১ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ২৫৫ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভি এম) : পরীক্ষার্থী ২৫৩ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩৮ জন।
বগুড়া জিলা স্কুল : পরীক্ষার্থী ২১৮ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ২৩১ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন।
ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ২০৯ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন।
বগুড়া YMCA পাবলিক স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ২০৮ জন, পাশ করেছে ২০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন।
বগুড়া TMSS পাবলিক স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ১৯২ জন, পাশ করেছে ১৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।
বগুড়া ক্যানটনমেন্ট বোর্ড হাই স্কুল : পরীক্ষার্থী ১৫২ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন।
বগুড়া প্রি-ক্যাডেট উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ১১৫ জন, পাশ করেছে ১০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
এসওএস হারম্যান মেইনার স্কুল : পরীক্ষার্থী ৫৬ জন, পাশ করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ : পরীক্ষার্থী ১৬৯ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন।
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ : পরীক্ষার্থী ১৬৭ জন, পাশ করেছে ১৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।
বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ১৪০ জন, পাশ করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ৩৯ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
বগুড়া সেন্ট্রাল হাই স্কুল : পরীক্ষার্থী ৬৮ জন, পাশ করেছে ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন।
বগুড়া করোনেশন ইনস্টিটিউশন : পরীক্ষার্থী ৭৩ জন, পাশ করেছে ৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ১৭৪ জন, পাশ করেছে ১৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
ছয়পুকুরিয়া বালিকা স্কুল ও কলেজ : পরীক্ষার্থী ১০০ জন, পাশ করেছে ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা : পরীক্ষার্থী ৮৫ জন, পাশ করেছে ৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
মাটিডালি হাই স্কুল : পরীক্ষার্থী ১৩৭ জন, পাশ করেছে ১৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ২৩০ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১৬ জন।
বগুড়া আদর্শ স্কুল ও কলেজ : পরীক্ষার্থী ৮১ জন, পাশ করেছে ৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
হাজরা দীঘি স্কুল ও কলেজ : পরীক্ষার্থী ১৪০ জন, পাশ করেছে ১৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
নুনগোলা হাই স্কুল : পরীক্ষার্থী ১১০ জন, পাশ করেছে ১০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন
সুবিল হাই স্কুল : পরীক্ষার্থী ১১১ জন, পাশ করেছে ১০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
পল্লীমঙ্গল বারুইপুর ইউনাইটেড হাই স্কুল : পরীক্ষার্থী ১২৩ জন, পাশ করেছে ১০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
নামুজা হাই স্কুল : পরীক্ষার্থী ৯৭ জন, পাশ করেছে ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
বাঘোপাড়া শহীদ দানেশ উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ৫৮ জন, পাশ করেছে ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
আলহাজ্ব এ.কে. গার্লস হাই স্কুল : পরীক্ষার্থী ৪৪ জন, পাশ করেছে ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
উপশহর বালিকা উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ৪৮ জন, পাশ করেছে ৪৫ জন।
এরুলিয়া হাই স্কুল : পরীক্ষার্থী ৮৯ জন, পাশ করেছে ৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ : পরীক্ষার্থী ৬৮ জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন
ফয়যুল্লাহ হাই স্কুল : পরীক্ষার্থী ১৮৪ জন, পাশ করেছে ১৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়া : পরীক্ষার্থী ১৯৬ জন, পাশ করেছে ১৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
সরকারি চাচাইতারি মাদলা ইউনাইটেড হাই স্কুল : পরীক্ষার্থী ১৬৮ জন, পাশ করেছে ১৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
চাঁদমুহ সরল পুর হাই স্কুল : পরীক্ষার্থী ৭২ জন, পাশ করেছে ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
গোকুল তসলিম উদ্দিন হাই স্কুল : পরীক্ষার্থী ৯৯ জন, পাশ করেছে ৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
গোকুল তামিরুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী ১২০ জন, পাশ করেছে ১১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।

 

error

Share this news to your community