বগুড়ায় দেড় ফুট লম্বা হুতুম পাখি অবমুক্ত করা হলো

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়া শহরের কালিতলা থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় ফুট লম্বা একটি হুতুম পেঁচা পাখি অবমুক্ত করা হলো। বৃহস্পতিবার দুপুরে কালিতলা হাটের পশ্চিম পার্শের একটি গাছে বসে ঝিমানোর সময় স্থানীয়রা জাল দিয়ে ধরে ফেলে। পরে বৃহস্পতিবার বিকালে পাখিটি সামাজিক বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। কর্মকর্তারা পাখিটির শুশ্রুাষা করে কার্যালয় চত্বরের বাগানে অবমুক্ত করেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সুবেদার ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বন কর্মকর্তা তুহিনুল হক, তোফাজ্জল হোসেন, হিসাব রক্ষক মনছুর আলী, অফিস সহকারি জাহিদ হোসেন, বাগানমালি আল আমিন।
বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সুবেদার ইসলাম জানান, স্থানীয়রা পাখিটি উদ্ধার করে। পরে কার্যালয়ে নিয়ে সুস্থ্য করার পর হুতুম পেঁচা পাখি অবমুক্ত করা হয়েছে। পাখিটি দেখতে বড়।

error

Share this news to your community