বগুড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু

বগুড়া নিউজ লাইভ ডটকমঃ বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া হেঞ্চার বিল মাঠে ৩ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও মেলা শুরু হয়েছে। বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় বিকাল ৪ টায় ঘোড় দৌড় প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য সচিব মোঃ সাজেদুর রহমান মোহন, গাকের সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। আগামী ২৫ জানুয়ারী চূড়ান্ত ঘোড় দৌড় প্রতিযোগিতার মাধ্যমে মেলার কার্যক্রম সমাপ্ত হবে। চূড়ান্ত প্রতিযোগিতার দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা। সভাপতিত্ব করবেন গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। শেষ দিনে পুরস্কার বিতরণ করা হবে। এদিকে ঘেড় দৌড় উপলক্ষে হরেক রকমের পসরা নিয়ে গ্রামীণ এই জনপদে বসেছে মেলা।

error

Share this news to your community