বগুড়ায় দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বগুড়ায় দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সারিয়াকান্দি থানায় অভিযোগের ভিত্তিতে ওই ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হয়েন, এসআই জাহাঙ্গীর আলম, এ এস আই আমিরুল ইসলাম, কনষ্টেবল খোকন চন্দ্র ও কনষ্টেবল মোঃ জাহিদুল ইসলাম। জানাগেছে, সোমবার বেলা ৩ টায় সারিয়াকান্দি ও সোনাতলা সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা (২৫)। এমন সময় ওই ৪ পুলিশ সদস্য চৈতার গতিরোধ করে। তার দেহ তল্লাশি করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর চৈতা নামের ঐ যুবক সারিয়াকান্দি থানায় অভিযোগ করে। সারিয়কান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চৈতার দেয়া অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় ৪ পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার আলী আশরাফ ভ’ঞা বলেন, শুনেছি এক পথচারির সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার কাছে থেকে নাকি টাকাও নিয়েছে পুলিশ সদস্যরা। এব্যাপারে আমাকে অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্লোজড করা হয়েছে। তদন্তে দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

error

Share this news to your community