বগুড়ায় করোনা মোকাবেলায় মোটর মালিক-শ্রমিকদের নিয়ে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ার মোটর মালিক-শ্রমিকদের নিয়ে মঙ্গলবার সকালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের চারমাথা কেন্দ্রিয় বাস টার্মিনালে মোটর মালিক গ্রুপের কার্যালয়ের সামনে সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি তৌফিক হাসান ময়না। এ.সি.আই এনিমেল হেলথ্ এর আয়োজনে ‘ভয় নয়, সচেতনতায় জয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এ.সি.আই এনিমেল হেলথ্ বগুড়া জোন এর জোনাল সেলস্ ম্যানেজার আব্দুল মালেক, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ ডা: মিজানুর রহমান, মানিক মিয়া, মোটর মালিক গ্রুপের মিল্টন, যাহেদুর রহমান যাদু, আমিনুল ইসলাম-২ প্রমুখ বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সকলকে সচেতন থাকতে হবে। মাস্ক, হ্যান্ডগ্লাভস ব্যবহার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার সহ যানবাহন চলাচলে জীবানুশাক স্প্রে করতে হবে। যাত্রীসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ.সি.আই এনিমেল হেলথ্ এর শক্তিশালী জীবানুনাশক ইউনিডিন, ভাইরোসিড, গ্রীন কপ ব্যবহারের জন্য আহবান জানানো হয়। গোটা টার্মিনালে জীবানুনাশক ছিটানো হয়েছে এ.সি.আই এনিমেল হেলথ্ এর উদ্যোগে।

error

Share this news to your community