বগুড়ায় ভ্রাম্যমান আদালেতর অভিযানঃ বিসিকের দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বগুড়ায় ভ্রাম্যমান আদালত দুই নকল কারখানার ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বিসিক এলাকার মেসার্স সাফি এগ্রো’র বাজারজাতকারী প্রতিষ্ঠান সাসকো ইন্টারন্যাশনাল ও একই এলাকার ড্রাগন ফুড এন্ড বেভারেজ কোম্পানীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মিথ্যা ঘোষণা দিয়ে মেসার্স সাফি এগ্রো’র প্রোপাইটর মোঃ মাহবুব হোসেন নকল কৃষি জমিতে ব্যবহারের জন্য বিভিন্ন এগ্রো ওষুধ ও কীটনাশন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজি্েস্ট্রট এটিএম কামরুল ইসলাম কোম্পানীর প্রোপাইটর মোঃ মাহবুব হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

একই ভ্রাম্যমান অভিযানিক দল ওই এলাকায় বিএসটিআই’র অনুমোদনহীন প্রিয় ফ্রুটিক্স নামে নকল জুস উৎপাদন ও বাজারজাত করে আসছিল ড্রাগন ফুড এন্ড বেভারেজ নামের কোম্পানী দিয়ে। নকল জুস উৎপাদন ও বিএসটিআই এর নকল লোগো ব্যবহারের অপরাধে কোম্পনীর প্রোপাইটর বাচ্চু সেখ এর ছেলে সেলিম রেজা(৩৫) এর ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। পরে জরিমানার টাকা পরিশোধ করায় নকল জুস ও জুস তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদলত কে সহযোগিতা করেন বগুড়া বিএসটিআই এর কর্মকর্তা প্রকৌ: জুনায়েদ আহম্মেদ, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী খান, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা একেএম মাহবুবর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আজিজার রহমান মিল্টন সহ নেতৃবৃন্দ।

error

Share this news to your community