বগুড়ার শেরপুরে টাস্কফোর্সের অভিযানে ৬২ হাজার ডলার ও প্রাইভেটকারসহ ২জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সোমবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স এক অভিযান চালিয়ে ৬২ হাজার ১৫০ ডলার, ৫৭ হাজার টাকা এবং প্রাইভেটকার সহ ২ জনকে গ্রেফতার করেছে। আটককৃত ডলার মাদক ব্যবসায় ব্যবহার হচ্ছিল বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধারণা। গ্রেফতারকৃতরা হলো- সাভারের আশুলিয়া এলাকার কার্তিক সরকার(৪৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার ফরিদুল ইসলাম(২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, র‌্যাব পুলিশ ও শেরপুর উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জামশেদ আলম রানা অভিযানে ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মেহেদী হাসান রানা জানান, গোপন সুত্রে তাদের নিকট খবর ছিলো বগুড়ার ওপর দিয়ে প্রাইভেটকারে হেরোইনের একটি চালান পার হচ্ছে। সে অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, র‌্যাব পুলিশ ও শেরপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্ক ফোর্স অভিযান চালায়। বিকালে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাব্রীজের নিকট গাড়ই বাসস্ট্যান্ড এলাকায় টাস্কফোর্সের সদস্যরা একটি প্রাইভেটকার থামায়। প্রাইভেটকারটি বগুড়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় প্রাইভেটকারের আরোহী কার্তিক সরকারের দেহ তল্লাশি করে ৬২ হাজার ১৫০ ইউএস ডলার ও ৫৭ হাজার টাকা পাওয়া যায়। ডলার ও টাকা তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় মুড়িয়ে লুকানো ছিলো। টাস্কফোর্সকে সে জানায়, সে সিরাজগঞ্জ থেকে গাড়ি নিয়ে বগুড়ায় এসে শহরের নিউমার্কেট সংলগ্ন গোল্ড কিং নামে একটি জুয়েলার্স থেকে ডলার নিয়ে সিরাজগঞ্জের কল্পনা জুয়েলার্সে যাচ্ছিল। প্রাইভেটকারটি সিরাজগঞ্জ থেকে ভাড়া করা বলে সে জানায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, তাদের প্রাথমিক ধারনা আটককৃত ডলার মাদক ব্যবসার কারবারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তদন্তের পর এবিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গগত গত নবেম্বর মাসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ৩৫ হাজার ডলার সহ এক জনকে গ্রেফতার করেছিলো। সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, ডলার আটকের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

error

Share this news to your community