ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে শহিদ বেদিতে শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ,থানাপুলিশ,ফুলবাড়ী প্রেসক্লাব,দৈনিক দেশ মা,স্বেচ্ছাসেবি সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা,বিভিন্ন এনজিও সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সকাল ৮টায় সরকারি কলেজ মাঠে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পতাকা উত্তোলন শেষে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ,আনছার সদস্য,ফায়ার সার্ভিস কর্মি ও গ্রাম পুলিশ সদস্যরা প্যারেড প্রদর্শন করেন।
এরপর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। শেষে আয়োজিত অনুষ্ঠানে আংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি)মোছা. শামীমা আক্তার জাহান,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম,থানা পরিদর্শক ওসি তদন্ত মো. শফিকুল ইসলামসহ আরো অনেকে

error

Share this news to your community