কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কাহালু ( বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। দিবসের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও আত্নত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর ও কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন কুচকাওয়াজে সুস্বজ্জিত মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন ও সালাম গ্রহন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট্স ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। পরে মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে ডিসপ্লে ও নাটিকা প্রদর্শন করা হয়। এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আল হাসিবুল হাসান সুরুজ। কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজিবর রহমান, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এ, সালাম প্রমূখ। দিবসটি উদযাপন উপলক্ষে বাদ জোহর কাহালু উপজেলা মডেল মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

error

Share this news to your community