পাঁচবিবিতে একটি গাছে মৌমাছির ১২টি বাসা

বগুড়া নিউজলাইভ ডটকম, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর ৫০ শয্যার হাসপাতালের অভ্যন্তরে একটি গাছেই ১২টি বাসা বেধে দীঘদিন ধরে বাসা করছে লাখ লাখ মৌমাছি। তবে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্স,অ, নাসফিস স্টাফ, রোগী ও তাদেরআত্মীয়-স্বজনরা প্রতিদিন আসা-যাওয়া করলেও এখনপর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। ডাক্তার, নার্স, স্টাফ রোগী ও এতগুলো মৌমাছি এক সাথে পাশাপাশি যেন সহাবস্থানে বসবাস করছে। জানা গেছে, হাসপাতালের মহিলা ও শিশুদের ওয়ার্ড এবং প্রসূতি মহিলাদের ডেলিভারি রুমের সাথেই বিরাট আকারের একটি গাছে বছরের পর বছর ধরে লাখ লাখ মৌমাছি আপন মনে বাসা বেঁধে বাস করছে। রোগীর জানালা থেকে৩-৪ হাত দূরেই মৌমাছিগুলোর বাসা।
দিনের বেলায় বাইরের বাতাসের জন্য অকে সময় জানালা খোলা থাকলেও কখনোমৌচাকের মাছিগুলোরুমেরভিতর আসে না। তবে সন্ধ্যার সময় আলো জ্বালালে কিছু মৌমাছি আসলেও এখন পর্যন্ত কাউকেই হুল ফোটায়নি। হাসপােোলের অফিস সহায়ক আব্দুল বারিক বলেন, আমার চাকরির শুরু থেকেই কম বেশি মেওমাছির বাসাগুলো দেখে আসছি। কৃষকের ক্ষেতে যখন মৌসুমী ফসল সরিষার ফুল ফোটে তখন মৌমাছির বসবাস একটু কমে যায়। হাসপাতলের প্রধানকর্মকর্তা ডাৎ শহীদ হোসেন বলেন, ডাক্তার, নার্স, অফিস, স্টাফ ও রেোগীর বিপদ ঘটতেপারে। এ কারণে এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় না।

error

Share this news to your community