নওগাঁয় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নওগাঁ প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই শ্লোগানে নওগাঁয় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বগুড়া ডিইএমও এর সহকারী পরিচালক আতিকুর রহমানসহ প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন দক্ষতার কোন বিকল্প নেই। পাচারকারীদের খপ্পড়ে বা ভুয়া প্রতিষ্ঠানের খপ্পড়ে পড়ে যাতে কেউ সর্বস্বান্ত না হয় সে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধ পাসপোর্ট, সংশ্লিষ্ট জেলা জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট ও রেজিষ্ট্রেশন, ভিসা প্রাপ্তি ও চুক্তিপত্র যাচাই, বহির্গমন ছাড়াপত্র, স্মার্টকার্ড সংগ্রহসহ মেডিকেল রিপোর্ট ও টিকেট সংগ্রহ করে বৈধ পথে বিদেশ যেতে যাওয়ার আহবান জানানো হয়।

error

Share this news to your community