নওগাঁয় চরমপন্থীদের মাঝে প্রধান মন্ত্রীর সাড়ে ৩৬ লাখ টাকা বিতরণ

বগুড়া নিউজলাইভ ডটকম, নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় ৭৩জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ৩৬ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম এর সভাপতিত্বে জেলা প্রশাসক হারুন অর রশীদ, এন,এস আই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার ৭৩ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ৩৫ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করেন।
এম পি ইসরাফিল তার বক্তব্যে বলেন, রক্তাক্ত জনপদ নামে খ্যাত আত্রাই-রাণীনগরের বতর্মান এই শান্তির পরিবেশ তার জীবনের বিনিময়ে হলেও রক্ষা করে যাবেন।২০১৯ সালে ৯ এপ্রিল পাবনায় চরমপন্থী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটউত্তরাঞ্চলের ৫শ’ ১২ জন চরমপন্থী আত্নসমর্পণ করেন। সরকার তখন তাদের প্রত্যেককে এক লাখ টাকা এককালীন সহায়তা প্রদান করেন।

error

Share this news to your community