নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে প্রনোদনার সার-বীজ উদ্ধার

বগুড়া নিউজলাইভ ডটকম, প্রতিনিধি নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমান কৃষি প্রনোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। এ সময় সার ও বীজ ব্যবসায়ী মেহেদি হাসান পালিয়ে গেছেন। সোমবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দলগছা গ্রামে অভিযান চালিয়ে সার ও বীজ উদ্ধার করেন। মেহেদি হাসান পুলু নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আখতারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দলগাছা গ্রামের সার ও বীজ ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মেহেদি হাসানের বাড়িতে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদি হাসান পুলু পালিয়ে যায়। পরে তার বাড়ির একটি ঘর তল্লাশী করে সরকারী বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা ও ৫কেজি ওজনের ৫বস্তা ব্রী-৪৮ ধানের বীজ, এমওপি সার ২২ বস্তা এবং ডিএপি সার ৪৪ বস্তা জব্দ করা হয়। উদ্ধারকৃত সার ও বীজ সরকারের কৃষি বিভাগের কৃষকের প্রনোদনার বলে জানাগেছে। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার বলেন, উদ্ধারকৃত সার বীজ সরকারের কৃষি বিভাগের এটা নিশ্চিত হওয়া গেছে। কিভাবে সার বীজ ব্যবসায়ীর বাড়িতে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।

error

Share this news to your community