জয়পুরহাটে আমন ধান সংগ্রহের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলায় চলতি অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ৮
হাজার মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে জেলা খাদ্য
বিভাগ।
জেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তর সূত্র জানায়, অভ্যন্তরীণ খাদ্য মজুত নিশ্চিত করার জন্য প্রতি
বছরের ন্যায় সরকার এবারও আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহন করেছে। জেলার
পাঁচ উপজেলা খাদ্য গুদাম গুলোতে ধান কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। সংগ্রহ
অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে এবার
ধান সংগ্রহ করা হবে। জয়পুরহাট সদরের খাদ্য গুদামে মঙ্গলবার সকালে আমন ধান
সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস
সাত্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি কে এম লায়েক আলী, জেলা
আওয়ামীলীগের সহ সভাপতি রাজা চৌধুরী প্রমূখ।
জেলা খাদ্য বিভাগ জানায়, ইউনিয়ন পর্যায় থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত
কৃষকের নামের তালিকা দেখে প্রকৃত কৃষকের নিকট থেকে ওই ধান সংগ্রহ করা
হবে। এ ব্যপারে আরোও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ধান প্রদানকারী কৃষকের ব্যাংক
হিসাবে ক্রস চেকের মাধ্যমে ধানের টাকা দেয়া হবে বলে জানান জেলা খাদ্য
নিয়ন্ত্রক মনিরুল ইসলাম। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে এবারও আমনের
বাম্পার ফলন হয়েছে। জেলায় চলতি আমন চাষ মৌসুমে ৭২ হাজার হেক্টর জমিতে
আমনের চাষ হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা
করছেন কৃষি বিভাগ। রোপা আমন ধান চাষে কৃষকের খরচের কথা চিন্তা করে
সরকার এবার ২৬ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত গ্রহন করেছে। জেলার হাট-
বাজার গুলোতে আমন ধান বর্তমানে মোটা চিকন প্রকার ভেদে ৬ শ থেকে সাড়ে ৬
শ টাকা মন (৪০ কেজি) কেনা-বেচা হচ্ছে।

error

Share this news to your community