জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ

বগুড়া প্রতিনিধিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জাসদের পক্ষথেকে সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি সাবেক এম.পি রেজাউল করিম তানসন।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, আব্দুল মালেক সরকার, হেলাল উদ্দীন আঙ্গুর, জাহিদুল ইসলাম খান লজে, বীর মুক্তিযোদ্ধ আজিজুল হক খান বুলু, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, জোবায়ের হোসেন, দানা তালুকদার, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারন সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, সদর উপজেলার সভাপতি হারুনুর রশিদ, সাধারন সম্পাদক জামিউল ইসলাম জুয়েল, কাহালুর সভাপতি আশরাফ আলী খান আজাদ, আব্দুল বাছেদ মেম্বার, প্রিন্স, ডন, তোতা, মাহবুব, শাহীন, জেলা যুবজোটের সভাপতি সিদ্দিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, শ্রমিক নেতা আশরাফ আলী, মামুন, রায়হান সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দূর্নীতি পরস্পর বিরোধী ব্যাপার। দূর্নীতি দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করছে। যে কোন মূল্যে দূর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সুশাসনের জন্য চলমান দূর্নীতি বিরোধী অভিযান আরো জোরদার করে সারাদেশে এই অভিযান চালঅতে হবে। দেশে জঙ্গি সাম্প্রদায়িকতা নির্মূল করতে হবে।

শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে সকল প্রকার বৈষম্যের অবসান করতে হবে। রাজনীতির বিষবৃক্ষ বিএনপি-জামাত জোটকে ক্ষমতা থেকে দুরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকল রাজনৈতিক শক্তিকে এক হয়ে আজ করার আহবান জানান বক্তারা। দিবসটি উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে বগুড়া শহর জাসদের পক্ষথেকে কেক কাটা হয়।

error

Share this news to your community