আকবরিয়া লিমিটেডের বগুড়া খ্রীষ্টিয় ধর্মাবলম্বীদের বড় দিনের শুভেচ্ছা

প্রেস রিলিজঃ আমাদের নবী করিম (সা.) বলেছেন, অন্য ধর্মের প্রতি সহনশীল হতে। তিনি এই শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন শরিফে বলা হয়েছে, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মের মর্যাদা দেয়। কোরআন শরিফে আছে “লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন” অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। যার যার মতামত সে সে প্রকাশ করবে। এটাতে প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতাই আসে।
বঙ্গবন্ধু তার জীবদ্দশায় বারবার বলেছেন ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।’ ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা স্বাধীনভাবে, নির্বিঘেœ ও নিরাপদে এদেশে ধর্ম পালন করতে পারবে। এর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা তথা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতার ওপর গুরুত্ব পাবে। বাঙালির ঐতিহ্যের সাথে ধর্মীয় সংস্কৃতি মিলে আছে। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিৎ।
ধর্ম যার যার উৎসব সবার এটি মনে প্রানে লালনের মধ্যদিয়ে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল গতকাল শনিবার গোহাইল রোডস্থ উপাসনালয় চত্বরে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বড় দিনের শুভেচ্ছা জানালো। এ উপলক্ষে ছোট ছোট সোনামনিদের সাথে নিয়ে কেক কাটেন পালক গিলবার্ট মৃধা, সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস, এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, আশের মাইকেল বেসরা, স্বপন সরেনসহ অনেকে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকবরিয়ার পক্ষে রাসেল আহম্মেদ, সাবিনা ইয়াসমিনসহ খ্রীষ্টিয় ধর্মাবলম্বীর অন্যান্য নেতৃবৃন্দ।

error

Share this news to your community