কাল বগুড়ার তিন উপজেলায় ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ কাল বগুড়া জেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণে সকল প্রস্ততি সম্পন্ন করেছে প্রশাসন। জেলার কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নের ভোটগ্রহণ। এরমধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোট হবে। আজ শনিবার ব্যালট ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম ভোটে কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। রবিবার সকালে ব্যালট যাবে কেন্দ্রগুলাতে। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ ওয়ার্ডে ৪১৫ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৬৭ জন প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ অধিকাংশ ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া কয়েকটি ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী রয়েছে।সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সুন্দর নির্বাচন উপহার দিতে প্রশাসন কাজ করছে। ভোটের দিন প্রতিটি ইউনিয়নে নির্বাহি ম্যাজিষ্ট্রেট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

error

Share this news to your community