নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে

বগুড়া নিউজলাইভ ডটকম ডেস্কঃ ৬ মাসের ব্যবধানে বেতন বাড়ানো হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘গত বছর ওদের (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেকটা ভালো করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি’।

এর আগে চলতি বছরের জুন মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল। গত মাসে নারী ক্রিকেটাররা প্রথমবারের মত অর্জন করেছেন ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা। জাহানারা-নাহিদারা এসব সাফল্যের পুরস্কারও পেলেন হাতেনাতে।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের বেতন হবে ৪৮ হাজার টাকা। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা।

error

Share this news to your community