৫০ বছর পূর্তিতে জাপানের সম্রাটকে বাংলাদেশে আমন্ত্রণ

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২০২২ সালে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সম্রাট নারুহিতো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহন করার পর তার দেওয়া নৈশভোজে রাষ্ট্রপতি এ আমন্ত্রণ জানান বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান। 

মঙ্গলবার দুপুরে টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে জাপানের ‘তাকামিকুরা’ (চন্দ্রমল্লিকা) সিংহাসনে আরোহণ করেন ৫৯ বছর বয়সী নারুহিতো। এর মধ্য দিয়ে তিনি অভিষিক্ত হন জাপানের ১২৬তম সম্রাট হিসেবে।

রাতে ইমপেরিয়াল প্যালেসে বিদেশি রাষ্ট্রপ্রধান-সরকার প্রধান ও অতিথিদের সম্মানে নৈশভোজ হয়।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম অনুষ্ঠানস্থলে পৌঁছালে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো তাদের অভ্যর্থনা জানান।

প্রেস সচিব বলেন, “নৈশভোজে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমাদের রাষ্ট্রপতি।”

বুধবার সন্ধ্যায় টোকিওর নিউ ওতানি হোটেলে জাপানের প্রধানমন্ত্রীর শিনজো আবের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন রাষ্ট্রপতি হামিদ।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় জাপান। তখন থেকেই বাংলাদেশর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে দেশটি। 

error

Share this news to your community