১১ জানুয়ারি বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আগামী ১১জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(দ্বিতীয় রাউন্ড) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজীম চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ আব্দুল হান্নান ও মেডিকেল অফিসার ডাঃ আসমা হক। সভায় বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ১১জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭৮৬ কেন্দ্রে ৬-১১মাস বয়সী ৫৩ হাজার ৮৯৬ জন শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪লাখ ১৯ হাজার ১৩৩জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৫হাজার ৫৭২জন স্বেচ্ছাসেবী বগুড়া পৌর সভাসহ ২ হাজার ৭৮৬টি কেন্দ্রের মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ২৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

error

Share this news to your community