স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি চালুর সিদ্ধান্ত

বগুড়া নিউজলাইভ ডটকম, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে প্রায় আড়াইমাস বন্ধের পর আগামীকাল শনিবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি চালুর সিন্ধান্ত নিয়েছেন দুদেশের ব্যবসায়ীরা।
আজ শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুদেশের ব্যবসায়ীদের মাঝে অনুষ্ঠিত বৈঠকে এই সিন্ধান্ত গৃহীত হয়।


বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজের নেতৃত্বে ৮ সদস্য ও ভারতের হিলি এক্সপোটার্স আ্যসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করেন।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন জানান, সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শনিবার থেকে ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য ভারতীয় ব্যবসায়ীরা রফতানি করবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা দুপক্ষই এই সিদ্ধান্তে একমত হয়েছি।

error

Share this news to your community