সারিয়াকান্দিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পাবলিক মাঠে ৫০বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুরু হয়। পরে সূর্যোদ্বয়ের সাথে সাথে পাবলিক মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। সকাল ৮টায় সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহাদারা মান্নান এমপি। পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধ পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাহাদারা মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি। আরোও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলী আজগর, জিল্লুর রহমান, খোরশেদ আলম প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করে।

error

Share this news to your community