সারিয়াকান্দিতে ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধে সংস্কার কাজ চলছে

আব্দুল লতিফ সারিয়াকান্দি প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার সারিয়াকান্দিতে মথুরাপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ দ্রƒত গতিতে সংস্কার করে মজবুত করা হচ্ছে। উপজেলার মথুরাপাড়া বাজার সংলগ্ন ৫শ ৫০ মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার করে ৫মিটার থেকে বাড়িয়ে ৬মিটার চওড়া এবং স্বাভাবিকের চেয়ে ১মিটার উঁচু করা হবে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে। এতে ব্যয় হবে ৮২লাখ টাকা। বাঁধের পশ্চিম পাশে বসবাসরত ব্যবসায়ী কামরুল হাসান, কৃষক সাইদুর রহমান,রেজাউল ইসলাম, ফিরোজ মন্ডর বলেন, গত বছর বন্যার সময় মথুরাপাড়া এলাকায় বাঁধটি চরম ঝুঁকির মধ্যে ছিল। যে কোন সময় বাঁধটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল। এবার বাঁধ উঁচু করার কাজ হওয়ায় তারা বেশ খুশি হয়েছেন। পুরোপুরি বন্যা আসার আগেই কাজটি যাতে শেষ হয়

এলাকাবাসী সে দাবী করেছেন। অপরদিকে প্রায় ২০ বছর যাবৎ বাঁধের দু’পাশে অবৈধ ভাবে বসবাসরত ২শ২০টি পরিবারের লোকজন এখন কোথায় যাবে সে দুশ্চিন্তায় রয়েছে। এরই মধ্যে বাঁধবাসী অনেক পরিবার তাদের ঘরবাড়ী খুলে নিয়ে অন্যত্রে সরিয়ে ফেলেছে। কিন্তু ক্ষতিগ্রস্থ বেশ কিছু পরিবারের জায়গা জমি না থাকায় ঘর উঠাতে না পেয়ে তারা হতাশায় ভুগছেন। ক্ষতিগ্রস্থ সাইদুল, বাচ্চু মন্ডল,জলিল মন্ডল,ঝলো বেওয়া সহ অনেকেই জানিয়েছেন বাঁধের পূর্ব পাশে সরকারী ফাঁকা জায়গা থাকলেও সে জমি ব্যক্তি মালিকানা দাবী করায় সেখানে তারা ঘর তুলতে পারছেননা। মথুরাপাড়া হাটের ইজারাদার ও তার লোকজন বাঁশের বেড়া দিয়ে রেখেছেন ।বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুরর রহমান গত রবিবার বিকেলে মথুরাপাড়ায চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের মাধ্যমে গত মার্চ মাসে ঝুকিপূর্ণ বাঁধের সংস্কার কাজটি শুরু করার কথা ছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতি এবং বাঁধে অবৈধ ভাবে গড়ে তোলা বসতবাড়ী সরিয়ে ফেলতে কাজটি বিলম্বে ২৫মে শুরু হয়। বাঁধে বর্তমানে টেঞ্চ কাটিং কাজ চলছে। চলতি মাসের মধ্যেই কাজটি শেষ হবে বলে তিনি আশা করছেন ।

error

Share this news to your community