সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধি (বগুড়া) সারিয়াকান্দিঃ সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও ভুট্ট্রা ফসলের বীজ ও সার এবং আলু বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক কৃষিবিদ আবুল কাশেম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুর রহমান, উপজেলা কৃষকলীগের নেতা সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৪ হাজার ৯শ ২০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি পটাশ এবং ৮শ ৩০ জন কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি ভুট্ট্রা বীজ, ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি পটাশ এবং ৩শ জন কৃষকের মাঝে ৫০ কেজী করে আলু বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
error

Share this news to your community