পেয়াজ চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বগুড়ায় বাসদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ পেয়াজ চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বগুড়ায় বাসদের মানববন্ধন ও সমাবেশ। পেয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে,দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদ বগুড়া জেলা আহবায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নুরী, রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমূখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ভারত পিঁয়াজ রপ্তানী নিষিদ্ধ ঘোষণার একদিন পরই বাংলাদেশের বাজারে পিঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। ২৫-৩০ টাকার পিঁয়াজ ৭০-৮০ টাকা হয়ে ২৫০ টাকা হয়েছে। অথচ সরকার বাজার সিন্ডিকেট ও মুনাফা লোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ না করে জনগণকে কৃচ্ছতা সাধনের পরামর্শ দিচ্ছেন। যে কথা মূল্যবৃদ্ধি কারসাজির সাথে যুক্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের বলতে পারছে না।

ইতিমধ্যে পিঁয়াজের সিন্ডিকেট ব্যবসায়ীরা গত দুই/ আড়াই মাসে জনগণের পকেট থেকে ৪/৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অন্যদিকে পিঁয়াজের দাম নিয়ে সবাই যখন ক্ষুব্ধ-বিক্ষুব্ধ, তখন চাল, আদা, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়েই চলেছে। এতে শ্রমজীবীসহ নি¤œ আয়ের মানুষ ও সাধারণ জনগণের জীবনে নাভিশ্বাস নেমে আসছে। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও মজুতদার, মুনাফাখোর পিঁয়াজ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবিকে কার্যকর করে সারাদেশে পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের দাবি জানান। সেই সাথে সরকারি উদ্যোগে পিঁয়াজ সংরক্ষণ করার জন্য ফরিদপুর, পাবনা, বগুড়া, ঝিনাইদা, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট এলাকাতে পর্যাপ্ত হিমাগার নির্মাণ করার দাবি জানান।

error

Share this news to your community