শিবগঞ্জে আটককৃত সরকারী চাল পেলেন ৫০৫ কর্মহীন পরিবার

বগুড়া নিউজলাইভ ডটকম, শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ কতৃক আটককৃত সরকারী চাল করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টাায় শিবগঞ্জ থানা চত্ত¡রে থানা পুলিশের আয়োজনে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা ৫০৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া থেকে কালোবাজারি করার দায়ে উদ্ধারকৃত খাদ্য বান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল (৫১০০ কেজি) শিবগঞ্জ থানা আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদ আদালতের নির্দেশে ৫০ কেজি চাউল নমুনাস্বরূপ রেখে বাকী ৫০৫০ কেজি চাল বিতরণ করা হয়। ১০কেজি করে চালের সাথে ২কেজি আলু যোগ করে ১২ কেজির প্যাকেট পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে সংশ্লিষ্ট অফিসারদের মাধ্যমে ৫০৫কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম (বার) এসময় উপস্থিত ছিলেন (শিবগঞ্জÑ সোনাতলা) সার্কেল এর সহকারী পুলিশ সুপার কুদরাত-এ-খুদা শুভ, শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমানসহ শিবগঞ্জ থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

error

Share this news to your community