মোবাইল ফোনে কথা বলতে গিয়ে সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো থানার এসআই

বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সান্তাহারে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার
সময় এবার ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন সাব ইন্সপেক্টর (এস.আই) আক্তার হোসেন (৫০)।
মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ঘটনাটি
ঘটে। তিনি নওগাঁর রাণীনগর থানায় কর্মরত ও সিরাজগঞ্জ জেলার সাজাদপুরের গোপালপুর
গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শিরা জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে এসআই আক্তার পোষাক পড়া অবস্থায়
রাণীনগর স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে
হাটছিলেন। এসময় তিনি সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা আন্ত:নগর ট্রেনের সাথে
ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরুতর আহত হন। তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে
সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,
প্রাথমিকভাবে থানায় একটি জিডি করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলাও হবে।
error

Share this news to your community