বগুড়ায় নকল মুদ্রা সহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ
প্রাচীন ধাতব মুদ্রা দেখিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার
অভিযোগে বগুড়ার ডিবি পুলিশ প্রাচীন হিসাবে প্রদর্শন করা ৫৭টি নকল
ধাতব মুদ্র সহ প্রতারক চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে
বুধবার ভোর পর্যন্ত বগুড়া সদর ও গাবতলি এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-রুহুল
আমিন(৫২), আজিজার রহমান(৫৫), আবু নাছের(৪০), জহুরুল ইসলাম(৪০), সাইদুর
রহমান(৫০), বাছেদ আলী(৩৮), রোকন উদ্দিন (৫০), লিটন(৩৫) ও গোলাম রব্বানী(৪০)।


ডিবি ওমি আসলাম আলী জানান, প্রতারকচক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে
প্রাচীন মুদ্রা দেখিয়ে এর অলৌকিক ক্ষতার কথা বলে লোকজনকে প্রলুদ্ধ করে লাখ
লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া
মোহাম্মাদ আলী হাসপাতালের সামনের মাঠ থেকে একটি ধাতব পদার্থ সহ ৩
জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিঞ্জাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
গাবতলি উপজেলার পদ্মপাড়া থেকে ৩ জন শিবগঞ্জ থেকে ২ জন এবং সদর এলাকা
থেকে আরো ১ জনকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে নকল প্রাচীন মুদ্র ও
কারুকার্য সম্বলিত মেটাল পাওয়া যায়। এগুলো প্রতারণার কাজে ব্যবহার করা হতো
বলে ডিবি জানায়। এব্যপারে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

error

Share this news to your community