মহান বিজয়ের চেতনা ও মানবিক মূল্যবোধ দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে- অধ্যক্ষ ঝুনু

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবসের আলোচনা সভায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমীন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন, কাজী মনজুরুল হক, নাছিমা খাতুন, আবুল বাসার, রাহাতারা বেগম, রবিউল করিম, এনামুল জাহিদ তিতাস, আল আমিন, রেজওয়ানা শাকী, ওমর ফারুক, সুলতানা রাজিয়া, খ ম মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান মামুন, আবু তাহের, মহিদুল ইসলাম, নিখিল চন্দ্র বর্মন।
আলোচনা সভার আহবায়ক আজিজুল ইসলাম লিটনের পরিচালনায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছেন সারাদেশের মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা বিজয়ের ৫০ বছর উদযাপন করছি। আমাদের সকল শিক্ষককে মহান বিজয়ের চেতনা ও মানবিক মূল্যবোধ দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। যাতে করে প্রতিটি শিক্ষার্থী মহান স্বাধীনতা ও বিজয়ের সঠিক ইতিহাস নিজেদের মধ্যে লালন করতে পারে। শিক্ষার্থীরা বাংলাদেশের সঠিক ইতিহাস ধারন করে আগামী দিনের সোনার বাংলা গড়ে তুলতে নিজেদের নিয়োজিত করতে পারবে। যে জাতির ইতিহাস যত স্বচ্ছ সে জাতি তত অগ্রসরমান। তাই আমাদের সকল শিক্ষার্থীকে এদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এতে করে তারা বিজয় উদযাপনের আনন্দ মর্যাদার সাথে পালনে সক্ষম হবে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আমাদের সকলকে দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যাতে করে পরাজিত শক্তিরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এই শিক্ষার্থীরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়ক ভুমিকা পালন করবে। আমাদের জাতীয় দেশে বিজয়ের এই সুবর্ণজয়ন্তী যথাযথ পালন করা হচ্ছে। আমরাও বিজয়ের সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখার জন্য প্রতিষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

error

Share this news to your community