ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়

তামিম, সাকিব, সাইফুদ্দিন বিহিন ম্যাচে বাংলাদেশের সহজ জয়। দিল্লির দূষিত আবহাওয়া উপেক্ষা করে খেলতে নেমে প্রথমে সব কিছু এলমেলো হইলেও শেষ পর্যন্ত মুশফিকুর রহিম এবং সোম্য সরকারের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ভারত প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ১৪৮ তোলে। কোটলার পিচ সামান্য মন্থর। এই পিচেই টাইমিংয়ে গণ্ডগোল করে একের পর এক ভারতীয় ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেন। সর্বোচ্চ স্কোর শিখর ধাওয়ানের (৪১)। ক্রিজে টিকে গেলেও বড় রান করতে ব্যর্থ শ্রেয়স আইয়ার (২৭) এবং ঋষভ পন্থ (২২)। একসময়ে মনে হয়েছিল ভারতের স্কোর বোধহয় ১৩০-এও পৌঁছবে না। শেষবেলায় ব্যাটে ঝড় তোলেন ওয়াশিংটন সুন্দর (৫ বলে ১৪) এবং ক্রুনাল পাণ্ডিয়া (৮ বলে ১৫)।

তবে শুধু ব্যাটিংয়ে নয়, ভারতের খামতি ছিল বোলিং এবং উইকেট কিপিংয়েও। জসপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমারের অভাব বোঝা গেছে পদে পদে। এবং উইকেটের পেছনে ঋশভ পন্থের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও আরও একবার বোঝা গেল, মহেন্দ্র সিং ধোনির ওপর ঠিক কতটা ভরসা করতে শিখেছে এই ভারতীয় টিম।

IND 148/6 (20.0)

BAN 154/3 (19.3)

Bangladesh won by 7 wkts

error

Share this news to your community