বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওর্নাস এসোসিয়েশনের আয়োজনে ২৮ তম মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম : বৃহস্পতিবার রাতে বগুড়া মম ইন এর সেমিনার কক্ষে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওর্নাস এসোসিয়েশনের আয়োজনে ২৮ তম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওর্নাস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ. সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বাদল. মহিলা বিষয়ক সম্পাদক মিসেস নিলুফার মাহরুখ হোসেন. কোষাধ‍্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, নিবার্হী সদস‍্য আলহাজ মনসুর আলম, খন্দকার শাহাদত হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরজ ওর্নাস এসোসিয়েশন সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগম।
মতবিনিময় শেষে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওর্নাস এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন, বাংলাদেশ কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মুহাঃ ইউসুফ আলী। তিনি বাংলাদেশের কৃষিজাত পন্য বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে কোল্ড স্টোর মালিকদের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে তিনি বলেন, এবার শ্রীলংকা, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে আলু রপ্তানী হবে। রাশিয়াসহ অন্যান্য দেশেও আলু যাতে রপ্তানী করা যায় সে বিষয়ে যোগাযোগ চলছে।

error

Share this news to your community