বগুড়া ১ আসনের উপ-নির্বাচন নিয়ে সোনাতলা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি’র হামলা ও ভাংচুর

বগুড়া নিউজ লাইভ ডটকমঃ বুধবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া ও মারপিট হয়েছে। এসময় হাটকরমজা আওয়ামী লীগ অফিস বিএনপি ভাংচুর করে বলে অভিযোগ করা হয়েছে। এঘটনায় ৫/৭ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি এই ভাংচুর চালায় বলে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে।
অভিযোগ জানা গেছে, জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা এলাকায় বিএনপি’র নির্বাচনী পথসভা শেষে গাড়ি বহর নিয়ে আওয়ামী লীগ অফিস অতিক্রম করছিলো। রাত ৮ টার দিকে দু’ পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে আকস্মিক ভাবে আওয়ামী লীগ অফিসে বিএনপি’র নেতাকর্মীরা হামলা চালায়। এসময় ধাওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ অফিসের ভিতরে ঢুকে হামলাকারীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ চেয়ারটেবিল ভাংচুর করে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। হামলায় আওয়ামী লীগের ৫/৭ জন নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন জানিয়েছেন, বিএনপি মঞ্চ করে সভা শেষ করে যাওয়ার পথে বিনা উস্কানীতে তাদের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ চেয়ার টেবিল ভাংচুর এবং নেতা কর্মীদের আহত করে। হামলাকারীরা প্রথমে ককটেল নিক্ষেপ করেন বলেও তিনি অভিযোগ করেন। এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এব্যাপারে সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোন পক্ষ তার নিকট অভিযোগ দেয়নি। উল্লেখ্য আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শুন্য হওয়ায় এই আসনে আগামী ২৯ মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগের প্রাথী হিসাবে প্রতিদ্বন্দ্বী করছেন মরহুম আব্দুল মান্নানের সহধর্মীনি সাহাদারা মান্নান। বিএনপি ও জাপা সহ মোট ৬ জন প্রার্থী এই উপ-নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

error

Share this news to your community