বগুড়ায় ১২ পুলিশসহ ১৪ জন করোনায় আক্রান্ত,সুস্থ হয়েছেন এক নার্স

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায়গত ২৪ ঘন্টায় ১২ পুলিশ সদস্যসহ ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে বগুড়া জেলা পুলিশের ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হলেন। এছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স শাহানারা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার (১৬ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান ১৪ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮৮ জনের নমুনা পরিক্ষার ফলাফল পাওয়া যায়।এরমধ্যে ১৪ টি পজেটিভ। ১৪ জনের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। বাকি দুইজনের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। তিনি ঢাকা থেকে গত ৭ মে ফিরেছেন। অপরজন বগুড়া সদরের গোকুল এলাকার ট্রাক চালক। গত ১৩ মে তিনি ঢাকা থেকে ফিরেছেন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত-৭৫জন। এদের মধ্যে ১১জন সুস্থ হয়েছেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ শফিক আমিন কাজল জানান, সুস্থ হয়ে বাড়ি ফেরা নার্স গত ৪ মে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় শনিবার ছাড়পত্র দেয়া হয়েছে। এসময় চিকিৎসকগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবারে শনাক্ত ১২ জনসহ জেলা পুলিশের ২১ সদস্য করোনায় আক্রান্ত হলেন।আক্রান্ত সদস্যরা পুলিশ সুপারের কার্যালয়, গোয়েন্দা শাখা, আদালত এবং পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

error

Share this news to your community