বগুড়ায় ট্রাক অটোরিক্সা সংর্ঘষে নিহত-২,আহত-৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯ টায় বগুড়া-ঢাকা মহাসড়কে মীর্জাপুরের কাছে যমুনা পাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নীলা খাতুন (৩৫) শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী। ও অর্পিতা সাহা (২০) ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে।


জানাগেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাস্থলে বিপরীতমুখি একটি সিএনজি চালিত অটোরবক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় অর্পিতা সাহা মারা যায়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম জানান,দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।

error

Share this news to your community