বগুড়ায় বিএনপি ৭, নৌকা ৩, বিদ্রোহী ২, জামায়াত ১

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় তিনটি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টির মধ্যে মাত্র ২টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থন করা প্রার্থী জয়ী হয়েছে ৭টি ইউনিয়নে। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২টিতে এবং অপর একটিতে জামায়াতের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় জেলা নির্বাচন অফিস সূত্রে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পাওয়া যায়।
নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম সদর ইউনিয়নে বিএনপির সমর্থক রেজাউল করিম কামাল আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদুল বারী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। থালতা মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির সমর্থক আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন। ভাটগ্রাম ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে জামায়াত নেতা আব্দুল জলিল, নারহট্ট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহিম, কাহালু সদরে আওয়ামী লীগের বিদ্রোহী পিএম বেলাল, জামগ্রামে আওয়ামী লীগের মনোয়ার হোসেন, পাইকড়ে আওয়ামী লীগের মিঠু চৌধুরী, মালঞ্চায় বিএনপির নেছার উদ্দিন, কালাইএ বিএনপির জোবাইদুল হোসেন সবুজ, বীরকেদারের বিএনপির সেলিম উদ্দিন। এছাড়াও বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিএনপির আতিকুর রহমান আতিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি ইউনিয়নেে ভোট গ্রহণ করা হয়। এরমধ্যে বগুড়া সদরের এরুলিয়ায় ইভিএম পদ্ধতিতে ভেট গ্রহণ করা হয়।

error

Share this news to your community