বগুড়ায় পথের দিশা’র উদ্যোগে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বগুড়া নিউজ লাইভ ডটকমঃ সারাদেশ যখন শীতের তীব্র তায় কাঁপছে সেই মুহুর্তে উত্তর জনপদের প্রবেশদ্বার বগুড়া রেল স্টেশন বস্তিতে বসবাসকারী সুবিধা বঞ্চিত নারী ও শিশুদেরকে শীতের কাপড় দিয়েছে পথের দিশা ভাসমান স্কুল। বস্তির শিশুদের জন্য প্রতিষ্ঠিত এই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দেড়
শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও নারীকে শীতবস্ত্র প্রদান করা হয়। শিশুদেরকে সোয়েটার, মাফলার, গেঞ্জি এবং তাদের পরিবারের নারী সদস্যদের জন্য কম্বল প্রদান করা হয়। একই সাথে ছোট্র শিশুদের জন্য দেয়া হয়  শীতের কাপড়। পথের দিশা ভাসমান স্কুল বগুড়া’র সভাপতি ও ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মহররম আলীর সভাপতিত্বে শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাপেক্স ক্লাব অব বগুড়া’র চেয়ারম্যান এ্যাপেক্সিয়ান মোঃ আব্দুল ওয়াদুদ, এ্যাপেক্স ক্লাব অব বগুড়া’র ভাইস  চেয়ারম্যান ও আলোকিত বগুড়া’র নির্বাহী পরিচালক এ্যাপেক্সিয়ান এড. ফেরদৌসী আক্তার রুনা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি মোঃ আব্দুস সাত্তার, ফেসবুক ফ্রেন্ড সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও কাহালু আদর্শ মহিলা ডিগী কলেজের অধ্যক্ষ রেজাউল আখলাক, পথের দিশা ভাসমান স্কুল বগুড়া’র সাধারণ সম্পাদক এড. শামীম আহম্মেদ, ফেসবুক ফ্রেন্ড সোসাইটি বগুড়া’র সহসভাপতি আমিনুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক
হুমায়ন কবির জিয়া, নাহিদ আক্তার, সজিব হোসেন, লেমন খান প্রমূখ।

error

Share this news to your community