বগুড়ায় চাল পাচারের ঘটনায় গুদাম কর্মকর্তা সহ ২ জন সাময়িক বরখাস্ত ॥ পাচারের জন্য প্রস্তুত আরো ৯ টন চালের সন্ধান

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার গাবতলি উপজেলায় সরকারী খাদ্য গুদাম থেকে আত্মসাতের জন্য ট্রাকে চাল পাচারের সময় আটক গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) গাজী মোঃ শফিকুল ইসলাম ও গুদামের নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাচারের সময় পুলিশ তাদের আটক করেছিলো। পরে তাদের দুদকের নিকট সোপর্দ ও দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। বগুড়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, রবিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। অপর দিকে ওই গুদামে অতিরিক্ত প্রায় ৯ মেট্রিক টন চাল পাওয়া গেছে। এগুলো আত্মসাত ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিলো বলে সুত্র জানায়। এই চাল ওদামের মজুদের সঙ্গে অসামঞ্জস্যপুর্ণ ও অতিরিক্ত বলে জেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছে। তবে গুদামে হিসাবের অতিরিক্ত পাওয়া এই বিপুল পরিমান চাল কোন কর্মসুচীর তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জেলা খাদ্য বিভাগ জানায়। এবিষয়ে তদন্ত চলছে। দুদক ধারণা করছে, গুদামে পাওয়া অতিরিক্ত চালগুলো আত্মসাত ও পাচারের জন্য রাখা হয়েছিলো।
শুক্রবার সকালে গাবতলির সাবেক পাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাক যোগে পাচারে সময় পুলিশের হাতে আটক হয় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, ধুনটের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন শাহীন ও গুদামের নৈশ প্রহরী সাদেকুল ইসলাম। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চাল ব্যবসায়ীর মাধ্যমে চাল গুলো পাচার করা হচ্ছিল। পুলিশ আটককৃতদের দুদকের নিকট সোপর্দ করলে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা এবং জেল হাজতে পাঠান। এদিকে আত্মসাতের জন্য সরকারী চাল পাচারের ঘটনা ধরা পড়ার পর ৩টি পৃথক তদন্ত কমিটি করা হয়। ইতোমধ্যে খাদ্য বিভাগ ও দুদুক জানতে পেরেছে, ওই গুদামে অতিরিক্ত প্রায় ৯ টন চাল রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা এখানো জানতে পারেনি চালগুলো কোন কর্মসুচীর। সুত্র জানায়, কোন কর্মসুচীর চাল যোগসাজসে সরবরাহ না করে আত্মসাতের জন্য রাখা হয়েছিলো। জেলা খাদ্য নিয়ন্ত্রক এবিষয়ে জানান, খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি এটি এখন তদন্ত করবে যে, অতিরিক্ত চাল গুলো কোন কর্মসুচীর ছিলো। এবিষয়ে দুদক সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, অতিরিক্ত চাল গুলো কিভাবে মজুদ করা হলো এবং কোন জনপ্রতিনিধি সহ আর কারা এরসঙ্গে জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হবে।

error

Share this news to your community