বগুড়ায় করোনা সংক্রামন সর্তকতায় বাইরে ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

বগুড়া নিউজলাইভ ডটকমঃ করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারী বিধি নিষেধ থাকলেও বাইরে লোকজনের অযথা ঘোরাঘুরি বন্ধ না হওয়ায় বগুড়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃংখলাবাহিনীর চেকপোস্টে কড়াকড়ি আরোপ ও সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। রবিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালত সরকারী আদেশ অমান্য করায় সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি মামলা দায়ের করে জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানিয়েছেন, সামজিক দুরত্ব বাজায় রাখাসহ লোকজনের অযথা ঘোরাঘুরি বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া আইনশৃংখলাবাহিনী কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে বলে তিনি জানান।


করোনা ভাইররাস প্রতিরোধে সরকারী সতর্কতা মেনে চলার ক্ষেতে সশস্ত্রবাহিনী, পুলিশ র‌্যাব সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতা ও বোঝানো হলেও শহরের সড়ক ও অলিগলি থেকে লোকসমাগম কমানো যাচ্ছিল না। সব সতর্কতা উপেক্ষা করেই লোকজন অবাধে ঘোরাঘুরি করে সংক্রামন ছড়ানোর শঙ্কা তৈরী করছে। রবিবার সকাল থেকে প্রশাসন তাই কঠোর অবস্থান নেয়। শহরের সাতমাথায় সেনা সদস্য সহ পুলিশের সবকটি ইউনিটের সদস্যরা অবস্থান নিয়ে চেকপোস্টে কড়াকড়ি শুরু করে। অযথা ঘোরাঘুরি করা লোকজনকে পুলিশ রাস্তার ওপর বসিয়ে রাখার মাধ্যমে শাস্তি দেয়ার সঙ্গে ব্যক্তিগত যানবাহন থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ সহ মামলা দেয়া শুরু করে। যারা অযথা ঘোরাঘুরি করেছ তাদের শাস্তি হিসাবে আধাঘন্টা রাস্তার পােের্শ্ব বসিয়ে রাখা হচ্ছে বলে সদর থানার ওসি জানান। ট্রাফিক পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থল সাতমাথায় দুপুর পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শহরের ৮টি ফাঁড়িও থানা পুলিশের টিম সহ পুলিশের অর্ধশত টিম বগুড়া সদর এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে এবং পুলিশ সদস্যরা আরো কঠোর তৎপরতা চালাবে।

error

Share this news to your community